মেদিনীপুর মহিলা থানায় ছাত্রীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে জলপাইগুড়িতে এসইউসিআই(কমিউনিস্ট)-এর মিছিল

জলপাইগুড়ি : মেদিনীপুর মহিলা থানার লকআপে ছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল এসইউসিআই(কমিউনিস্ট)। দলের জলপাইগুড়ি লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলে কর্মীরা ব্যাপকভাবে অংশ নেন।

SUCI (Communist) march in Jalpaiguri to protest police torture on student girls at Medinipur Women's Police Station

দলের নেতৃত্ব জানান, ছাত্র ধর্মঘটের দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পুলিশ ছাত্রীদের টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায় এবং মেদিনীপুর মহিলা থানায় নির্মম নির্যাতন চালায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, অবিলম্বে দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনে দমনপীড়ন বন্ধ করতে হবে।

মিছিল শেষে দলীয় নেতৃত্ব জানান, এই ঘটনার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *