রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি সহ অন্যান্য দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ এসইউসিআইয়ের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ জানুয়ারি’২৪ : রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি, সারের কালোবাজারি বন্ধ সহ অন্যান্য দাবিতে বিক্ষোভ এস ইউ সি আইয়ের। এবৃহষ্পতিবার দলের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই বিষয় গুলোর বিরুদ্ধে সদর মহকুমা দফতরের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচীর পূর্বে শহরের সমাজপাড়া থেকে দলের কর্মী সমর্থকদের নিয়ে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিনের আন্দোলন প্রসঙ্গে জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক মনোতোষ প্রামাণিক বলেন, রাজ্য জুড়ে দুর্নীতি, সারের কালোবাজারি, এবং গত ৪ ঠা ডিসেম্বর কোলকাতায় দলীয় কর্মসচিতে পুলিশের অত্যাচার সহ্ বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর বিরূদ্ধে আজকের এই কর্মসূচী।

SUCI protested in Jalpaiguri against rampant corruption of the state government and other demands

তবে আজকের এই কর্মসূচী পূর্ব ঘোষিত হলেও পুলিশের যে সক্রিয়তা সেটার নিন্দা করেন তিনি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সুজিত ঘোষ, হরিভক্ত সর্দার জীবন সরকার সহ একাধিক কর্মী বৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *