আরজিকর নিয়ে এসইউসিআইয়ের ডাকা বনধ সাড়া ফেলছে না তেমনভাবে (ভিডিও সহ)

জলপাইগুড়ি : আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ফুঁসছে রাজ্য। বুধবার নারী শক্তির রাত দখলের কর্মসূচির পরেও বিভিন্ন সামাজিক মাধ্যম সহ খোদ ঘটনাস্থল আরজিকর হাসপাতালের সামনেও চলছে অবস্থান বিক্ষোভ। এরই মধ্যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একদা তৃণমুল কংগ্রেস দলের নির্বাচনি জোট সঙ্গী এসইউসিআই (কমিউনিস্ট) দলের ডাকা শুক্রবারের বারো ঘণ্টার বাংলা বনধের তেমন প্রভাব পড়েনি জলপাইগুড়ি শহরের স্কুল এবং বাজার-হাটে।

SUCI's call for closure of RG KOR has not been answered

দিনবাজারে সকাল থেকেই শুরু হয়েছে নিত্যদিনের মতো পাইকারি মাছ এবং খুচরো মাছ বিক্রি। সকাল আটটায় জলপাইগুড়ি দিনবাজারের মাছ বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পরার মতো। মাছ বাজার ছাড়াও সকাল থেকেই দিনবাজারে পান পাতার সম্ভার নিয়ে হাজির হয়েছেন পান চাষী প্রিয়তোষ পাল। বনধ প্রসঙ্গে জানালেন, বনধ নিয়ে এখনো পর্যন্ত কোন প্রভাব দেখতে পারছি না। তাছাড়া বনধ হঠাৎ করে ডাকলে কি হবে, পান যে আগে থেকেই গাছ থেকে ছিঁড়ে ফেলেছি, বিক্রি তো করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *