জলপাইগুড়ি: শান্ত জল হঠাৎই উত্তাল! কখনো পুকুরের জল সিঁড়ি বেয়ে উঠে আসছে, আবার মুহূর্তেই তা নেমে যাচ্ছে। ক্রমেই বাড়ছে জলের গতিবেগ, যেন এক রহস্যময় কম্পন! শুক্রবার দুপুরে এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির বউবাজার কালী মন্দির চত্বর।
হঠাৎ কী হলো? দুপুর নাগাদ মন্দির চত্বরে থাকা পুকুরের জল আচমকাই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। প্রবল আলোড়নের কারণে পুকুরের জল সিঁড়ি পর্যন্ত উঠে আসে, আবার দ্রুত সরে যায়। এই ঘটনা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায় মন্দির চত্বরে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, এটি অলৌকিক কিছু, দেবীর কৃপা নাকি কোনও অদৃশ্য শক্তির খেলা!

তবে এই ঘটনার কোনও অলৌকিক ব্যাখ্যায় বিশ্বাস রাখতে নারাজ বিজ্ঞানীরা। জলপাইগুড়ি সাইন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডাঃ রাজা রাউৎ বলেন, “এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা, কোনও অলৌকিক কিছু নয়। ভূমিকম্পের মৃদু কম্পন, জলতলের চাপের পরিবর্তন বা পুকুরের তলায় গ্যাস নির্গমনের কারণেও এমন ঘটতে পারে।”

বিজ্ঞানসম্মত ব্যাখ্যা থাকলেও, অনেক বাসিন্দাই এটিকে দেবীর আশীর্বাদ বা কোনও গোপন রহস্য বলে মনে করছেন। কালী মন্দিরের মতো এক পবিত্র স্থানে এমন ঘটনার পিছনে সত্যিই কোনও অলৌকিক রহস্য লুকিয়ে আছে কিনা, নাকি এটি কেবল প্রকৃতির খেলা—তা নিয়েই এখন জলপাইগুড়ি জুড়ে চর্চা তুঙ্গে!