জলপাইগুড়ি: দিন দুপুরে শহরের রাস্তায় আচমকাই পেছন থেকে উড়ে এসে একটি মোটরবাইক ধাক্কা মারে চলন্ত গাড়ির পেছনে। শুক্রবার ঘটনাটি ঘটে হাকিমপাড়া থেকে সদর হাসপাতাল যাওয়ার পথে। আচমকা এই ঘটনায় রাস্তায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

চালকের দাবি, কোনওরকম পূর্বাভাস ছাড়াই দ্রুতগতিতে আসা বাইকটি সরাসরি এসে ধাক্কা মারে গাড়ির পেছনে। সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাইক আরোহীর পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। শহরের ব্যস্ত রাস্তায় এমন বেপরোয়া বাইক চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন পথচলতি মানুষ।