জলপাইগুড়িতে নাবালক প্রেমিক যুগল একি অঘটন ঘটালো

জলপাইগুড়ি : একই গাছের ডালে দড়ির দুই প্রান্তে নাবালক প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চুরাভান্ডার এলাকায়। মঙ্গলবার সকালে ওই এলাকার একটি চা বাগানের পাশের জঙ্গলে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলকে দেখতে পায় স্থানীয়রা। জানা গেছে মৃত নাবালকের বাড়ি ওই এলাকাতেই, গতকাল দুপুর থেকেই সে নিখোঁজ ছিল।

Suicide of lovers in Jalpaiguri

আর মৃতার বাড়ি গয়েরকাটা এলাকায়, সে গতকাল সকাল থেকেই নিখোঁজ ছিল। নাবালকের পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে ছেলে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় কিন্তু তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে জঙ্গলের একটি গাছে দুজনকেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রকৃতির ডাকে সাড়া দিতে এসে এক ব্যক্তি। পরে পরিবারের সদস্যরা বাড়ির লোককে খবর দিলে বাড়ির লোক তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। জানা গেছে, ওই দুজনের মধ্যে প্রায় এক বছর থেকে ভালোবাসার সম্পর্ক ছিল। যদিও দুই পরিবারের মধ্যে কয়েকবার আলোচনা হয় বয়স হলেই তাদের বিয়ে দেওয়া হবে। কিন্তু তার মাঝেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুই পরিবারের সদস্যরা এদিন ময়নাগুড়ি থানায় আসেন। যদিও এ ব্যাপারে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *