বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ আগস্ট : সিবিআই গেলেই ওনি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন। ওনার সিবিআইয়ের সম্মুখীন হওয়া উচিত। প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমনটাই প্রতিক্রিয়া দিলেন। এদিন তিনি দাবি করলেন, পার্থ বাবুকে যিনি বসিয়েছেন। তার আত্মীয়-স্বজনের বাড়ি থেকে কতো সম্পত্তি পাওয়া যায় দেখতে পারবেন। সুকান্ত মজুমদার বলেন, ভোট পরবর্তী হিংসার তদন্ত আরও দ্রুত হলে ভালো হত। প্রসঙ্গত, গত ২৬ জুলাই চোর ধরো জেল ভরো কর্মসূচি করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আক্রান্ত হয়েছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি। শনিবার বেলায় বিলমেশকে দেখতে কাঁচড়াপাড়া আব্দুল জব্বার রোডে তার বাড়িতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুজদার।
