তিস্তা স্পার পিকনিক স্পটে রবিবাসরীয় ভিড়, উপভোগের পরিবেশ

জলপাইগুড়ি: বছরের শেষ রবিবার জলপাইগুড়ির তিস্তা নদীর স্পার এলাকা হয়ে উঠল পিকনিক পার্টিদের অন্যতম প্রিয় গন্তব্য। শহর এবং শহর সংলগ্ন এলাকা থেকে প্রচুর মানুষ এই এলাকায় পিকনিক করতে এসেছেন। তিস্তা নদীর চর এবং এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে প্রতি বছরই টেনে আনে।

রবিবার এখানে দেখা যায়, বেশ কিছু পিকনিক দল তাদের পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে দিনটি উপভোগ করছেন। পিকনিক করতে আসা ময়ূরী মিধা বলেন, “তিস্তা স্পারে পিকনিক করতে এসেছি। আবহাওয়াও ভালো। বছর প্রায় শেষের পথে। সবাই মিলে আড্ডা, হাসি, আনন্দে সময় কাটাচ্ছি। এখানকার পরিবেশ সত্যিই সুন্দর।”

তিস্তা নদীর স্পার বা চর এলাকা জলপাইগুড়ির বাসিন্দাদের কাছে পরিচিত পিকনিক স্পট। প্রাকৃতিক সৌন্দর্য এবং খোলামেলা পরিবেশ একে জনপ্রিয় করে তুলেছে। পিকনিক পার্টিগুলোর উৎসাহ-উদ্দীপনা ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মুহূর্তটি এই এলাকাকে যেন আরও প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, প্রতিবছরই শীতকালে এই এলাকায় পিকনিকের ভিড় লেগে থাকে। তবে রবিবারের মতো ছুটির দিনে মানুষের ভিড় আরও বেশি থাকে। স্থানীয় ব্যবসায়ীরা এবং পরিবহণ সংস্থারাও এই সময় বেশ লাভবান হন।

তিস্তা স্পারের এই ভিড় এবং উদযাপন জানান দিচ্ছে, মানুষ প্রকৃতির সঙ্গে সময় কাটাতে কতটা আগ্রহী এবং আনন্দঘন মুহূর্তে প্রিয়জনদের সঙ্গে কাটানো সময় কতটা মূল্যবান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *