ফুলবাড়িতে রাস্তার পাশে ব্যাগ, খুলতেই চমক! দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার

ফুলবাড়ি : রাস্তার ধারে পড়ে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় এক মহিলার। কিন্তু সেই ব্যাগের ভিতরে কী আছে, তা খুলতেই চক্ষু চড়কগাছ! ব্যাগ থেকে বেরিয়ে এল একটি দেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আমাইদিঘী এলাকায়।

মঙ্গলবার সকালে ওই মহিলা রাস্তায় চলার সময় ব্যাগের ভেতরে লোহার কিছু একটা চকচক করতে দেখেন। কৌতূহলবশত ব্যাগ খুলতেই সামনে আসে আগ্নেয়াস্ত্র। আতঙ্কে চিৎকার শুরু করেন তিনি। মুহূর্তেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় এনজেপি থানায়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তল ও কার্তুজ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা ওই ব্যাগ সেখানে ফেলে গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় বাড়তি নজরদারি শুরু হয়েছে।

Surprise! Local pistol and cartridges recovered from bag on roadside in Fulbari

প্রসঙ্গত, সম্প্রতি ফুলবাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। তার ওপর এবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *