লাল সুতো; বিদেশি মুদ্রা আর সিমকার্ড — জলপাইগুড়ি সীমান্তে আটক সন্দেহজনক বাংলাদেশি যুবক

জলপাইগুড়ি, ১লা মে: রহস্য যেন বাঁধা ছিল তার হাতের লাল সুতোয়। যুদ্ধোন্মুখ আন্তর্জাতিক আবহের মধ্যেই জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ-এর জালে ধরা পড়ল এক সন্দেহজনক বাংলাদেশি যুবক, যার পকেট ভরা ছিল একাধিক দেশের মুদ্রা, সিম কার্ড এবং একটি মোবাইল ফোন।

ঘটনাটি ঘটেছে সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনগ্রাম এলাকায়। ১৫ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা মঙ্গলবার গভীর রাতে ওই যুবককে সীমান্তে দেখতে পেয়ে আটক করে এবং পরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয়।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

আটক যুবকের নাম ফাহিম মোল্লা (২৪)। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বান্টি গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, শিলিগুড়িতে কাজের সন্ধানে সে উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

তবে যা সবচেয়ে চাঞ্চল্যকর— ধৃত যুবকের ডান হাতে বাঁধা ছিল এক টুকরো লাল সুতো। সাধারণত হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সুতো বাঁধা হয় মঙ্গলচণ্ডী, বিপদতারিণী বা বজরং বলির পুজোর পর। ঠিক কী উদ্দেশ্যে একজন মুসলিম যুবক এই সুতো বেঁধেছিলেন— তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ভারতীয় ও বিদেশি মুদ্রা, কয়েকটি সিম কার্ড এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গোয়েন্দারা ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

Suspicious Bangladeshi youth detained at Jalpaiguri border

জেলা পুলিশ সুপার উমেশ খণ্ড বাহালে জানান, যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে জেলা দায়রা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

সীমান্তে ধরা পড়া এই যুবক কি নিছকই কাজ খুঁজতে এসেছিল? না কি এর নেপথ্যে আছে অন্য কোনও বড় চক্র? উত্তর খুঁজছে গোয়েন্দা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *