বিশ্বজিৎ নাথ : টানা পাঁচ ঘণ্টার বৃষ্টিতে ব্যারাকপুর ও টিটাগড় কার্যত জলমগ্ন। রাস্তাঘাট থেকে বাজার— সর্বত্র হাঁটু পর্যন্ত জল জমে জনজীবন বিপর্যস্ত। ঠিক সেই সময় মঙ্গলবার টিটাগড় পুরসভার পাশে এপি দেবী রোডে অভিনব প্রতীকী প্রতিবাদে নামল বিজেপি। জাল ফেলা থেকে শুরু করে নৌকা চালানো- সবকিছুর মধ্যেই উঠে এল সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র।

এই প্রতিবাদের নেতৃত্ব দেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী। তাঁর কটাক্ষ, “এখন যাতায়াতের জন্য টোটো, অটো, সাইকেল নয় – প্রত্যেক বাড়িতেই নৌকা রাখা বাধ্যতামূলক। ব্যারাকপুর-টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। অথচ বিধায়কের খোঁজ নেই। এবার কাগজে নিরুদ্দেশ বিজ্ঞাপন দিতে হবে।”
অন্যদিকে টিটাগড়ের পুরপ্রধান কমলেশ সাউয়ের পাল্টা বক্তব্য, “সারারাত ধরে প্রবল বৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই জল জমেছে। তবে জল অপসারণের জন্য কিছুটা সময় দেওয়া জরুরি।”
জলবন্দি টিটাগড়বাসীর ক্ষোভের মাঝেই এই অভিনব প্রতিবাদ ফের রাজনৈতিক তরজা উসকে দিল।