ডুয়ার্সে চিতাবাঘের হামলায় ফের জখম চা বাগানের সর্দার; আতঙ্কে শ্রমিক মহল

ডুয়ার্স, নাগরাকাটা : ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের তাণ্ডব কোনোভাবেই থামছে না। এবার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে চিতাবাঘের হঠাৎ হামলায় গুরুতর আহত হলেন এক সর্দার।

আহতের নাম হীরালাল ওরাও, তিনি বামনডাঙ্গা চা বাগানের জয় বাংলা লাইনের বাসিন্দা। ঘটনার সময় তিনি সহ আরেক সর্দার বাগানের রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রমিকদের কাজে নিযুক্ত করছিলেন। সেই সময় আচমকা বাগানের ভেতর থেকে বেরিয়ে আসে একটি চিতাবাঘ এবং হীরালালের ওপর ঝাঁপিয়ে পড়ে।

প্রচণ্ড আক্রমণে তাঁর বুক, পিঠ, গাল এবং নাকে গভীর ক্ষত হয়। পাশে থাকা আরেক সর্দার আতঙ্কে পালিয়ে যান। চিতাবাঘটি কিছুদূর ধাওয়া করে হঠাৎ করে আবার বাগানের জঙ্গলের দিকে ফিরে যায়।

আহত হীরালালকে তড়িঘড়ি করে চা শ্রমিকরা সুলকাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার পর থেকেই গোটা বাগানজুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় শ্রমিকদের দাবি, “প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চিতাবাঘ দেখা যাচ্ছে। দিন দুপুরে বাগানে কাজ করতেও ভয় লাগছে। বন দপ্তর যদি এখনই ব্যবস্থা না নেয়, আরও বড় বিপদ ঘটতে পারে।”

স্থানীয় এক চা শ্রমিক নেতা বলেন, “আমরা তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আসি না। চা বাগানে চিতাবাঘের ঘোরাফেরা বেড়েছে। প্রশাসন এবং বন দপ্তর যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আমরা কাজ বন্ধ করে দিতে বাধ্য হব।”

চা বাগানে চিতাবাঘের এই বারবারের হানা শুধু প্রাণের ঝুঁকিই নয়, রুটি-রুজিতেও আঘাত হানছে— বলছেন এলাকার বাসিন্দারা। এখন দেখার বিষয়, বন দপ্তর কবে সচেতন হয় এই বন্য হুমকির প্রতিকার নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *