সংবাদদাতা, জলপাইগুড়ি : পড়া না করায় শিশুকে বেধড়ক মার গৃহ শিক্ষিকার। মারের চোটে পা ভেঙ্গে গেল শিশুর৷ অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ শিশুর পা ভেঙ্গে দেওয়ার। জলপাইগুড়ি শহরের ভগত সিং কলোনীর ঘটনা। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের আহত শিশুর পরিবারের।অভিযোগ ভগত সিং কলোনীর বাসিন্দা কৃষাণ যাদব তার ৫ বছরের পুত্র সন্তানকে বাড়ির পাশে প্রাইভেট টিউশনের জন্য এক গৃহশিক্ষিকার কাছে পাঠিয়েছিলেন অন্যান্য দিনের মতো। অভিযোগ এই শিক্ষিকা নাকি এর আগেও একাধিক বার শিশুটিকে মারধোর করেছে, গতকালও এর ব্যতিক্রম হলো না। একটি পড়া বাড়ি থেকে না করে আসায় একটি লাঠি দিয়ে শিশুটির হাঁটুতে আঘাত করে। এই আঘাতের জেরে শিশুটির পা নাকি ভেঙ্গে গেছে৷ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুটিকে পরিবারের সদস্যরা নিয়ে গেলে তার পায়ে প্লাস্টার করা হয়েছে৷ অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। যদিও এই বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার বাড়ি গেলেও তাদের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
