ইরিগেশন কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিচার্স জলপাইগুড়ি

জলপাইগুড়ি : জলপাইগুড়ি ইরিগেশন রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ইন্টার অফিস লীগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় বর্ষের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল আজ। প্রতি বছরের মতো এবারও টুর্নামেন্টটি বিপুল উদ্দীপনার সঙ্গে আয়োজিত হয়।

গত ২ জানুয়ারি শুরু হওয়া রঞ্জন সেন মেমোরিয়াল চ্যাম্পিয়নস ও মিনতি মিশ্র রানার্স আপ ট্রফি “ইরিগেশন কাপ” ক্রিকেট টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতাটি চারটি গ্রুপে বিভক্ত হয়ে লিগ পর্যায়ের ম্যাচ দিয়ে শুরু হয়। প্রতিটি গ্রুপে তিনটি করে দল অংশ নেয়।

এদিনের ফাইনালে ইরিগেশন রিক্রিয়েশন ক্লাব জলপাইগুড়ি এবং টিচার্স জলপাইগুড়ি মুখোমুখি হয়। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে টিচার্স জলপাইগুড়ি জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Teachers Jalpaiguri champion in Irrigation Cup cricket tournament

বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি এবং আর্থিক পুরস্কার প্রদান করা হয়। খেলাটি এফইউসি (FUC) ক্লাবের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

আয়োজক সংস্থা ইরিগেশন রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টটি প্রতি বছর কর্মীদের মধ্যে সম্প্রীতি ও ক্রীড়া মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *