নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ মে ২০২২ : লাইসেন্স ছাড়া বাসের কন্ডাক্টরের কাজ করে আসছিলেন এক ব্যক্তি। বারবার বলার পরেও একই ব্যক্তি লাইসেন্স না নিয়ে বাসের মালিকের অনুমতিতে কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।

এই ঘটনায় জলপাইগুড়ি জেলা তৃণমূল প্রাইভেট মোটর কর্মী ইউনিয়নের প্রতিবাদ জানায়। ঘটনাকে কেন্দ্র করে সোমবার জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপালিটি মার্কেটের বাস টার্মিনাসে সাময়িক সময়ের জন্য বাস পরিষেবা বন্ধ ছিল। অবশেষে জেলা নেতৃত্বের হস্তক্ষেপে কয়েক ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বাস পরিষেবা ফের চালু হয়।

ওই কন্ডাক্টর আপাতত বাসে কন্ডাক্টরের কাজ করতে পারবেন না এমনটাই সিদ্ধান্ত হয়েছে এদিন বলে জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল প্রাইভেট মোটর কর্মী ইউনিয়ন সম্পাদক শ্যামল দাস। তিনি আরও বলেন, নিয়ম না মেনে কন্ডাক্টরের কাজ করা যায় না। লাইসেন্স ছাড়া কিভাবে কন্ডাক্টরের কাজ করছিলেন অভিযোগ পেয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে।