নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : ছুরি হামলার ঘটনায় কেটে গেছে দশদিন। অথচ এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি অভিযুক্ত অঙ্গদ কানসারি। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জলপাইগুড়ির করলাভ্যালী চা বাগান। রবিবার সন্ধ্যেয় থানার সামনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বাগান শ্রমিকরা। তাদের একটাই দাবি—দোষীর অবিলম্বে গ্রেপ্তার।

প্রসঙ্গত, চা বাগানের শ্রমিক কিশোর খেরিয়াকে এক দুষ্কৃতী ছুরি মারার পর গুরুতর অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর ছুটি পান তিনি। ওই ঘটনার দিনই পরিবার থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। কিন্তু অভিযুক্ত দাগি দুষ্কৃতী অঙ্গদ কানসারি এখনও ধরা ছোঁয়ার বাইরে।

রবিবার কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাঁদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়—“We want justice! বিচার চাই, ন্যায্য বিচার চাই!” শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে।
বিক্ষোভে নেতৃত্ব দেন গোবিন ওরাওঁ, রুবিনা মুন্ডা, সুকুমার কুজুর, শুভাশিস সরকার, কৃষ্ণ সেন সহ একাধিক শ্রমিক প্রতিনিধি। কিশোর খেরিয়ার স্ত্রী সুমিতা খেরিয়া বলেন, “আমার স্বামী প্রাণে বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু আতঙ্কে আছি এখনও। দ্রুত দোষীকে ধরতে হবে।”
অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে, তবে স্থানীয়রা বলছেন, “চেনা মুখের দুষ্কৃতী দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আর পুলিশ বলছে সে পলাতক!”
চা বাগান শ্রমিক মহলে প্রশ্ন—এবার কি বিচার পাবে কিশোর খেরিয়া? নাকি আরও একবার ‘ন্যায়’ হার মানবে ‘নীরবতা’র কাছে?