টিটাগড়ে অস্থায়ী দোকানপাট উচ্ছেদ ঘিরে উত্তেজনা


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২১ ফেব্রুয়ারি’২৪ : অস্থায়ী দোকানপাট উচ্ছেদ ঘিরে বুধবার উত্তেজনা ছড়ালো টিটাগড় টাটাগেট সংলগ্ন সর্দার বল্লভ ভাই প্যাটেল রোডে। এদিন সকালে পুরসভার পক্ষ থেকে রাস্তার ধারে থাকা দোকানপাট উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। একটি শৌচালয় ভাঙতেই বাধা দেয় দোকানদাররা। অভিযোগ, পুরসভার তরফে নোটিশ না দিয়েই দোকানপাট উচ্ছেদ করতে এসেছে। যদিও দোকানদারেরা ঐক্যবদ্ধ হয়ে এদিন উচ্ছেদ আটকে দেয়। দোকানদারদের দাবি, নতুন দোকান ঘর করার লিখিত প্রতিশ্রুতি দিলে তারা দোকান ভাঙতে দেবেন।

Tension over eviction of temporary shops in Titagarh

দোকান উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে দীর্ঘক্ষন তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এপ্রসঙ্গে টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন,ওখানে পুরসভার একটা নিকাশি ড্রেন ছিল। কিছু লোক দখল করে ড্রেনের ওপর দিয়ে দোকানপাট করে নিয়েছে। কিন্তু বর্ষাকালে ওই এলাকায় জল জমে যায়। তাই ওখানে নতুন করে ড্রেন করা হবে। টেন্ডারও হয়ে গিয়েছে। কাজে বাধা দিলে তারা প্রশাসনের সহায়তা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *