জমি সংক্রান্ত বিবাদের জেরে উত্তেজনা ভাটপাড়ায়, আক্রান্তদের দেখতে ঘটনাস্থলে সাংসদ

বিশ্বজিৎ নাথ, কলকাতা : জমি সংক্রান্ত বিবাদের জেরে রবিবার তীব্র উত্তেজনা ছড়ালো ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কুলিডিপো সন্নিহিত এলাকায়। দুপক্ষের সংঘর্ষের জেরে উভয় পক্ষের বেশ কয়েকজন জখমও হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলিডিপো সন্নিহিত বস্তিতে বহু বছর ধরে বসবাস করছেন শতাধিক পরিবার। ভেঙে যাওয়া একটি বাড়ি এদিন সকালে সারাইয়ের কাজ চলছিল।

তখন স্থানীয় কাউন্সিলর গোপাল রাউত এবং তাঁর দলবল এসে বাড়ি মেরামতির কাজ আটকে দিয়ে তাদের বেধড়ক পেটায় বলে অভিযোগ। হামলায় ছয়-সাতজন জখম হয়েছেন। গোপাল বাবু দাবি করেন, ওই জমিটি তাঁর। তিনি ব্যাঙ্কের কাছ থেকে নিলামে কিনেছেন। ঘটনার প্রতিবাদে এদিন সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ব্যস্ততম ঘোষপাড়া রোড করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়। স্থানীয় কাউন্সিলর গোপাল রাউতের দাবি, যারা ওখানে বসবাস করছেন। তাদের কাউকেই তিনি উচ্ছেদ করবেন না। নূন্যতম জমির দাম দিলেই, তারা সেখানে থাকতে পারবেন। গোপাল বাবুর দাবি, ফাঁকা জমি এদিন নতুন করে ঘেরার কাজ চলছিল। কিন্তু ঘিরতে নিষেধ করা হলে, স্থানীয়রা তাদের লোকজনের ওপর হামলা চালায়। এদিন বিকেলে আক্রান্তদের দেখতে ঘটনাস্থলে যান ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, একজন যুবতীকে যেভাবে স্থানীয় কাউন্সিলর ও তাঁর ছেলে মেরেছে। তা দুঃখজনক। তবে তিনি ঘটনাটি দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *