স্পোর্টস ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াই, নিঃশ্বাস আটকে রাখা মুহূর্ত আর নাটকীয় মোড়—চলতি আইপিএলের এক রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসকে মাত্র ২ রানে হারাল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে লখনউ। ঝকঝকে ইনিংস উপহার দেন এইডেন মার্করাম (৬৬) ও আয়ুশ বাদোনি (৫০)। আর শেষদিকে আবদুল সামাদের ঝোড়ো ৩০ রানে ভর করে দল পৌঁছে যায় লড়াকু স্কোরে। রাজস্থানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ওয়ানিন্দু হাসরাঙ্গা, তুলে নেন ২টি উইকেট।
টার্গেট ১৮১ রান। দারুণ শুরু এনে দেন যশস্বী জয়সওয়াল (৭৪) ও বৈভব সূর্যবংশী (৩৪)। এরপর অধিনায়ক রিয়ান পরাগ (৩৯) চেষ্টা করেও ম্যাচ শেষ করতে পারেননি। শেষদিকে ধ্রুব জুরেল ও শুভম দুবে রোমাঞ্চ ছড়ালেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার আনন্দ পাননি। লখনউয়ের পক্ষে বল হাতে ম্যাচের নায়ক আবেশ খান, তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। সঙ্গ দিলেন শার্দুল ঠাকুর ও মার্করাম, ১টি করে উইকেট নিয়ে।
শেষ ওভারে দরকার ছিল মাত্র ৮ রান, কিন্তু লখনউয়ের নিয়ন্ত্রিত বোলিং ও নিখুঁত ফিল্ডিংয়ে বাধ সাধে রাজস্থানের আশা। লখনউ পেল মরশুমের অন্যতম রোমাঞ্চকর জয়, আর রাজস্থানের জন্য রইল হতাশার রাত।