জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা; তদন্তে নেমেছে কর্তৃপক্ষ (ভিডিও সহ)

জলপাইগুড়ি : জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসার গাফিলতির অভিযোগে ফের বিতর্কের কেন্দ্রে সরকারি স্বাস্থ্যব্যবস্থা। বুধবার গভীর রাতে এক রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। উত্তেজিত হয়ে পড়ে রোগীর পরিজনেরা।

Tensions rise over patient's death at Jalpaiguri Medical College; Authorities launch investigation

হাসপাতালের এমএসভিপি ডা. কল্যাণ খাঁ জানান, “রোগী জ্বর এবং অন্যান্য জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর পালস ও রক্তচাপে সমস্যা ছিল। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁকে বাঁচানো যায়নি। আমরা পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।”

ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

এমএসভিপি ডা. কল্যাণ খাঁ’র বক্তব্য শুনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *