শিলিগুড়ি : দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, লাইন থেকে ছিটকে গেল ২টি কামরা। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে।

শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। জানা গেছে সিগন্যালের জন্য দাড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময় পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরাও।

ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। সূত্র মারফত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুরু হয়েছে উদ্ধার কার্য। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে আজকের এই দুর্ঘটনা মনে করিয়ে দিল ২০২২ সালে জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে দোমোহনিতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনা। সেদিনের সেই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল।