বদলে গেল টেট পরীক্ষার সূচি; লক্ষ কণ্ঠে গীতাপাঠ ঠেকাতেই টেট! অভিযোগ বিজেপির

ডিজিটাল ডেস্ক, ৫ই ডিসেম্বর’২৩ : বদলে গেল ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার দিনক্ষণ। ১০ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর নেওয়া হবে টেট পরীক্ষা। পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে। যদিও কী কারণে আচমকা টেট পরীক্ষার দিনক্ষণ বদল করা হল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, পলিসিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঐ একই দিনে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান রয়েছে। গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন মঠ এবং মন্দিরের মিলিত মঞ্চ। আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানটি অরাজনৈতিক। সকাল ১০টায় শুরু হবে ঐ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদাররা ওই অনুষ্ঠানে আসার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। ২৪ ডিসেম্বর ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিতে তিনি যোগ দেবেন বলেই আগেই জানিয়ে দিয়েছেন কর্মসূচির আয়োজকরা। কিন্তু আচমকাই ১০ ডিসেম্বরের তারিখ বদলে ওইদিন টেট পরীক্ষা রাখা হয়েছে। বিজেপি শিবির মনে করছে, ‘রাজনীতি’ করার জন্যই পর্ষদ এ ভাবে পরীক্ষার দিন বদল করল। গীতাপাঠের অনুষ্ঠানে, ‘ব্যাঘাত’ ঘটাতেই পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত বলেও দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *