জলপাইগুড়িতে সফলভাবে সম্পন্ন হল ৬৬তম ইন্টার ক্লাব অ্যাথলেটিক মিট, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রাইকোত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশন

জলপাইগুড়ি: বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে গতকাল থেকে শুরু হওয়া ৬৬তম ইন্টার ক্লাব অ্যাথলেটিক মিট আজ সফলভাবে সমাপ্ত হলো। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই দুই দিনের প্রতিযোগিতায় ২০টি ক্লাবের অ্যাথলিটরা অংশগ্রহণ করেন।

১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত এই মিটে মোট ৮৮টি ইভেন্ট এবং ৬টি রিলে প্রতিযোগিতা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন সহ-সম্পাদক বিশ্বজিৎ সরকার বুড়ার অকাল প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আজ সমাপ্তি দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে রাইকোত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশন। তারা সংগ্রহ করে ১৯০ পয়েন্ট। রানার্স-আপ হয় মালবাজার এস এস সি সি, যাদের সংগ্রহিত পয়েন্ট ১১৭।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাব ও অ্যাথলিটদের উচ্ছ্বসিত পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মন জয় করে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর এই প্রতিযোগিতা আরও বড় আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *