৮৫তম চেকেন্দা ভান্ডারী মেলার উদ্বোধন হল

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ নভেম্বর’২৩ :
জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার ঐতিহ্যবাহী ৮৫ তম চেকেন্দা ভান্ডারী মেলার উদ্বোধন হল। গত ২৯ শে অক্টোবর লক্ষী পূজার দিনে পুজো দেওয়া হয়। তিন দিন ভোগ দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে ১ লা নভেম্বর মেলার সূচনা হল। উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ এবং আদিবাসী ও অনগ্রসর শ্রেণী দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই মেলা সরকারিভাবে অনুষ্টিত হয়ে থাকে। এবার জলপাইগুড়ি জেলার তরুণ মহাকাশ বিজ্ঞানী কৌশিক নাগকে মেলা কমিটির পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। মেলা উপলক্ষে নানা রকমের দোকানপাট ,নাগরদোলা, ড্রাগন ট্রেন ইত্যাদি বসেছে। এদিন রাজবংশী ও আদিবাসী নৃত্য এবং ওপার বাংলার জনপ্রিয় ভাওয়াইয়া গানের শিল্পী বিভূতি ভূষণ বর্মা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। চেকেন্দা ভান্ডারী মেলা চলবে আগামী ৭ই নভেম্বর পর্যন্ত। সুশৃঙ্খলভাবে মেলা সংগঠিত করার জন্য পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা লক্ষ্য করা গেছে। মন্ত্রী উদয়ন গুহ এবং বুলুচিক বরাইক ছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞানী কৌশিক নাগ, জলপাইগুড়ি জেলার সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পদ্মশ্রী করীমুল হক, ক্রান্তি বিডিও রীমিল সরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ অন্যান্যরা। ভান্ডারী মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *