
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ জুন ২০২২ : বিশ্ব যোগা দিবস পালন করলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। এই উপলক্ষে জলপাইগুড়ির এডিআর সেন্টারে বার এসোসিয়েশনের সদস্যদের নিয়ে মঙ্গলবার সকালে আয়োজন করা হয় এক বিশেষ যোগা ক্লাসের।
এতে অংশ নেন জেলা জজ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় সহ বারের সম্পাদক, পাবলিক প্রসিকিউটার, আদালতের বিশিষ্ট আইনজীবীরা এবং ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত অনেকেই।
এই প্রসঙ্গে জেলা জজ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জানান, আজ আমরা আমাদের একটি সংস্কৃতির সঙ্গে আবার নতুন করে যুক্ত হলাম এবং এই উপযোগী যোগা আমরা যাতে দৈনন্দিন কাজের মধ্যেও করতে পারি সেই চিন্তা ভাবনা করা হবে। তবে আজকের এই ৪৫ মিনিটের যোগা ক্লাস করে আমরা সবাই খুব রিলাক্স অনুভব করছি এবং আজ যিনি আমাদের এই ক্লাস নিলেন আর ওনার সঙ্গে আসা দুটি শিশু আমাদের যে ভাবে যোগা শেখালেন তাতে আমরা অভিভূত।
অপরদিকে জলপাইগুড়ি বার এসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় জানান, এমন একটি সুন্দর শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে খুবই ভালো লাগছে।

স্বাস্থ্য দপ্তরেও পালিত হোলো আন্তর্জাতিক যোগা দিবস। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতালের চিকিৎসকেরা। একইসাথে উপস্থিত ছিল নার্সিং স্টাফ সহ স্কুলের কচিকাঁচারা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন মঠ ও আশ্রমের মহারাজ স্বামী শিবপ্রেমানন্দজী মহারাজ।
এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার বলেন, যথাযোগ্য মর্যাদায় আজকের দিনটি পালন করা হল। যোগেই রোগ মুক্তি। বিশেষ করে প্রেশার, সুগার সহ নানাবিধ রোগ এই যোগের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশ্ব যোগা দিবস পালিত হল মোহিত নগর নেতাজী ক্লাব ও পাঠাগারে। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের এই ক্লাবে বিশ্ব যোগা দিবস উপলক্ষে এক বিশেষ যোগা অভ্যাসের আসরের আয়োজন করা হয়।
এই বিশেষ যোগা অনুষ্ঠানে সংগঠনেরসভাপতি জোতিষ চন্দ্র চন্দ্র, সম্পাদক সঞ্জিত কর্মকার ও সদস্যরা ছাড়াও অনেকেই অংশ নেন। বিশেষ এই যোগা অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষ অনুভূতি প্রাপ্ত করতে পারছেন বলে জানালো অনেকেই।