বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৩ আগস্ট : মহিলার মাথায় কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে চম্পট দিল স্থানীয় এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ভাটপাড়া থানার ১২ নম্বর ওয়ার্ডের আঙলো ইন্ডিয়া জুটমিলের তিন নম্বর স্টাফ কোয়ার্টারে। গুরুতর জখম ৩৫ বছরের ফারজানা খাতুনকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যানীর জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও অভিযুক্ত যুবক অধরা। জানা গিয়েছে, আক্রান্ত মহিলা ভাটপাড়া পুরসভার অঙ্গনওয়ারি কর্মী। আক্রান্ত মহিলার ভাই শাহ আলম বলেন, দিদি এদিন বিকেলে কাজ থেকে বাড়ি ফিরে ঘরে শুয়ে ছিলেন। মহল্লার এক যুবক ঘরে ঢুকে কাঁচি দিয়ে দিদির মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তবে মহল্লার কেউ দেখে নি অভিযুক্তকে ঘর থেকে বেরিয়ে যেতে। শাহ আলমের দাবি, দিদি একটু সুস্থ হলেই অভিযুক্তের নাম জানা যাবে। তবে কি কারনে ওই মহিলার ওপর হামলা চালানো হল, তা নিয়ে ধোঁয়াশায় পড়শিরা। ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ।
