ভর সন্ধেয় দুটি দোকানে তান্ডব চালিয়ে থানায় এসে হাজির অভিযুক্ত যুবক

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বর’২৩ : গণেশ চতুর্থীর দিন ভর সন্ধেয় জলপাইগুড়ি শহরের দিনবাজারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীদের দোকানে ঢুকে ছিনতাইয়ের অভিযোগ উঠল। এক যুবকের বিরুদ্ধে শহরের প্রধান বাজারের একটি কাপড়ের দোকানে ঢুকে কর্মীদের মারধর করে বলে অভিযোগ। এরপর ওই এলাকার এক মোবাইলের দোকানে ঢুকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা ও দোকানের কাঁচের দরজা ভেঙে পালিয়ে যায় যুবক।

মঙ্গলবার সন্ধ্যার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। ছুটে আসে কোতোয়ালি থানায় আইসি অর্ঘ্য সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর নিরাপত্তার দাবিতে পুলিশকে রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ ও রাস্তা অবরোধে সামিল হয় ব্যবসায়ী মহল। এদিকে অভিযুক্ত যুবক জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

The accused youth came to the police station after rioting in two shops in the evening

কাপড়ের দোকানের স্থানীয় ব্যবসায়ী মনোজ কুমার সিংহানিয়া বলেন,”আমার দোকানে এসে হুমকি দেয়। বন্দুক ছিল। খুব ভয়ে আছি। আমরা শান্তি চাই।” এদিকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জানায় এখনও পর্যন্ত কোনও আগ্নেঅস্ত্র পাওয়া যায়নি। অভিযুক্তকে জেরা করছে পুলিশ। অভিযুক্ত সুস্থ রয়েছি কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পুজোর বাজার চলাকালীন শহরের নিরাপত্তা নিয়ে পুলিশের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সকলে আতঙ্কে। পুলিশ জানায়, সব দিক খতিয়ে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *