“বিজেপি শাসিত এলাকায় ত্রাণ পাঠাচ্ছে না প্রশাসন” — জলপাইগুড়ির মণ্ডলঘাটে অভিযোগের সুরে কড়া বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

জলপাইগুড়ি : উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির মণ্ডলঘাটে এদিন দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। চাল, ডাল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি মন্ত্রী দুর্গতদের আশ্বস্ত করেন, “কেন্দ্র সবরকমভাবে আপনাদের পাশে রয়েছে।”

তবে ত্রাণ বিতরণের মধ্যেই উঠল গুরুতর অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি — নন্দনপুর বোয়ালমারী গ্রাম পঞ্চায়েত বিজেপি শাসিত হওয়ায় ব্লক প্রশাসন সেখানে কোনো ত্রাণ পাঠায়নি। পঞ্চায়েত সদস্যরা একাধিকবার জানানোর পরও প্রশাসনের তরফে কোনো সহায়তা মেলেনি। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব নাকি নিজেদের সমর্থকদের মধ্যে ত্রিপল বিতরণ করেছে বলেও অভিযোগ বিজেপির।

প্রশাসনের এই ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,
“তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতা-কর্মীদের এলাকায় বিক্ষোভ ও হামলা সংগঠিত করছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলাকারীদের বিরুদ্ধে যদি পুলিশ দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে দল নিজেদের উদ্যোগে পদক্ষেপ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *