জলপাইগুড়ি ও ময়নাগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ দিচ্ছে প্রশাসন (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ এপ্রিল’২৪ : রবিবারের ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের তরফে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য, বস্ত্র সহ অন্যান্য সামগ্রী। বুধবার সাত সকালে জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত সহ পুলিশ ও প্রশাসনের কর্মীরা পৌঁছে যান ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায়‌। এরপর ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে স্টোভ, কড়াই, চাল, তেল, নুন, চিনি, মশলা, আলু, পেঁয়াজ, এবং জামা কাপড়, কম্বল থেকে শুরু করে মশারী, সমস্ত কিছু তুলে দেওয়া হচ্ছে। ময়নাগুড়ি ব্লকের বার্নিশ ও পুঁটিমারী সহ ক্ষতিগ্রস্ত এলাকার সমস্ত বাড়িতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানা গেছে। জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন জানান, তাঁরা দুর্গতদের চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। জলপাইগুড়ি সদর ব্লকে প্রায় ২০০ থেকে ৩০০ এবং ময়নাগুড়ি ব্লকে প্রায় ৮০০ পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *