স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে থানায় অভিযোগ আইএনটিটিইউসি’র অ্যাম্বুলেন্স সমিতির

জলপাইগুড়ি, ৪ জুন ২০২২ : এবার স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে থানায় অভিযোগ তৃণমূল সমর্থীত আইএনটিটিইউসি’র অ্যাম্বুলেন্স সমিতির।

থানায় অ্যাম্বুলেন্স চালকরা

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসা দুঃস্থ রুগীদের কম খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে গ্রিন জলপাইগুড়ি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন বলে দাবি সংগঠনের। স্বেচ্ছাসেবী সংগঠনের এই পরিষেবা সহ অন্যান্য কাজের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত হয় করোনার সেই কঠিন সময়গুলিতে। এখনো পর্যন্ত দুঃস্থ রোগী বা চিকিৎসা করাতে এসে মৃত মানুষের মৃতদেহ কম খরচে গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়ার কাজ করে চলছে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

তবে এবার সেই পরিষেবাকে ব্যবসা বলে অভিহিত করে থানার দ্বারস্থ হলো তৃণমূল দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত অ্যাম্বুলেন্স চালক সমিতি।

দিলীপ দাস, অ্যাম্বুলেন্স চালক সমিতির সদস্য

ঘটনা প্রসঙ্গে অ্যাম্বুলেন্স চালক সমিতির সদস্য দিলীপ দাস জানান, জলপাইগুড়ি হাসপাতালে ৬০টি অ্যাম্বুলেন্স গাড়ি রয়েছে, বেশ কিছুদিন থেকে রোগী বা রোগীর আত্মীয় পরিজন অ্যাম্বুলেন্স ভাড়া করতে আসলে আমাদের যে রেট সেটা শুনে এবং তারপরেই তার থেকে কম ভাড়ায় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্স নিয়ে চলে যায়। দিলীপ বাবু আরো অভিযোগ করে বলেন, ওই স্বেচ্ছাসেবী সংগঠন সেবার নামে ব্যবসা করছে।

অংকুর দাস,স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি

ওপরদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি অংকুর দাস, জানান, প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক সমিতির সদস্যরা যে অভিযোগগুলো করেছে তার সবটাই ভিত্তিহীন। অ্যাম্বুলেন্স বিক্রি করার অভিযোগ প্রসঙ্গে অংকুর বাবু জানিয়ে দেন, এক সদস্যা তার অ্যাম্বুলেন্সটি আমাদের ব্যবহার করার জন্য দিয়েছিল, পরবর্তীতে তিনি গাড়িটি ফেরত নিয়ে বিক্রি করে এবং ব্যাক্তিগতভাবে একটি অন্য গাড়ি কেনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *