নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : ট্রাফিক আইন না নামলে এবার থেকে জরিমানা টাকা দিতে হবে দ্বিগুণ থেকে প্রায় তিনগুণ। বাইক থেকে শুরু করে ছোট গাড়ি সব ক্ষেত্রে জরিমানার টাকা বাড়ানো হয়েছে গোটা রাজ্য জুড়ে। জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের কদমতলা, তিন নম্বর ঘুমটি, দিনবাজার, বেগুনটারি মোড়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় জরিমানা বৃদ্ধি হয়েছে তা তুলে ধরা হচ্ছে ব্যানারের মাধ্যমে। যেমন আগে হেলমেট ছাড়া বাইক চালককে আটক করা হলে জরিমানা বাবদ নেওয়া হত একশো টাকা তা বেড়ে হল এক হাজার টাকা। অন্যদিকে বাইকের পলিউশন সার্টিফিকেট না থাকলে দিতে হবে দশ হাজার টাকা। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে চালককে।

এবার থেকে ড্রাইভিং লাইসেন্স বা সিএফ না থাকলে প্রথম দফায় চালককে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। একই ঘটনা দ্বিতীয় বার ঘটলে চালককে দিতে হবে ১৫০০ টাকা জরিমানা। এদিকে কন্ট্রাক্ট ক্যারেজের পারমিট থাকলেও যদি চালক যেতে অস্বীকার করেন, সেক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। রোড সেফটি, বায়ু দূষণ ও শব্দদূষণ আইন ভাঙলে ১০ হাজার টাকা দরিমানা দিতে হবে চালককে। পাশাপাশি লাইসেন্স ৩ মাসের জন্য বাতিল হবে। সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা জরিমানা দিতে হবে চালককে। ট্রাফিক পুলিশকে ভুয়ো বা মিথ্যে তথ্য প্রদান করলে এখন থেকে ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে। ট্রাফিক আইন অমান্য করলেও দিতে হবে ২০০০ টাকা জরিমানা। ড্রাইভিং লাইসেন্স রাখার অনুমতি না থাকা সত্ত্বেও গাড়ি চালালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালালে ১০০০ টাকা। এদিকে আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। উপযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। উপযুক্ত পারমিট ছাড়া গাড়ি চালালেও জরিমানার অঙ্ক ১০ হাজার।

নির্দিষ্ট গতির বেশি গতিতে গাড়ি চালালে হালকা যানের চালককে দিতে হবে ১০০০ টাকা জরিমানা। একই ক্ষেত্রে মাঝারি ও ভারী যানের চালককে জরিমানা দিতে হবে যথাক্রমে ২০০০ ও ৪০০০ টাকা। অপরদিকে বিপজ্জনক ভাবে গাড়ি চালালে গুনতে হবে ৫০০০ টাকা জরিমানা। পাশাপাশি একই অপরাধ তিন বছরের মধ্যে করলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে চালককে। সেফটি বেল্ট না বাঁধলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। হেলমেট না পরলেও দিতে হবে ১০০০ টাকা।
এতে এ নিয়ে একাংশ গাড়ি চালকের মধ্যে ক্ষোভ বাড়ছে আবার কেউ কেউ সঠিক সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
শহরবাসীকে সরকারে নতুন নির্দেশিকা তুলে ধরতে ব্যানার ও বোর্ড বসানো হয়েছে। সদর ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে জেলা পুলিশের নির্দেশে ব্যানার লাগানো হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে ট্রাফিক আইন না মানলে নতুন নিয়মে জরিমানা করা হবে।