সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ জানুয়ারি’২৪ : সেন্ট্রাল গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে এই খেলার আয়োজন হয়। উদ্বোধন করেন পরিচালন সমিতির সভাপতি তপন ব্যানার্জি, ছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

১০০ মিটার থেকে ২০০ মিটার দৌড়, যেমন খুশি সাজো সহ আরো বিভিন্ন রকমের ইভেন্ট ছিল এই খেলায়। মঙ্গলবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। খেলাটি অনুষ্ঠিত হওয়ার আগে উপস্থিত অতিথিবর্গ কে সংবর্ধনা দেওয়া হয় তারপরে অনুষ্ঠিত হয় আজকের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। শীতকে উপেক্ষা করে অভিভাবকরা এই অনুষ্ঠান দেখতে ভীড় করেছিল জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে।