
জলপাইগুড়ি : জয়নগরের ঘটনার প্রতিবাদে সোচ্চার বিজেপি ও বামপন্থী ছাত্র যুব, মহিলা ও শ্রমিক সংগঠন। রবিবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে আলাদা আলাদাভাবে বিক্ষোভ প্রদর্শন করে দুই রাজনৈতিক দল। উল্লেখ্য, আরজি করের ঘটনার মধ্যেই জয়নগরের কুলতলিতে ৯ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব রাজ্যের মানুষ।

এ প্রসঙ্গে জলপাইগুড়ি মন্ডল বিজেপি একের সভাপতি মনোজ কুমার সাহ বলেন, সারা রাজ্য জুড়েই এভাবে নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধিক্কার জানাই। আপনারা আরজি কর দেখেছেন, আরজি কর এখনো বিচার পায় নি। আবার একটা জয়নগরের ঘটনা ঘটেছে। আমরা অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

অপরদিকে বামপন্থী ছাত্র নেতা দেবরাজ বর্মন বলেন, জয়নগরের ঘটনাতেও পুলিশি নিষ্ক্রিয়তা দেখা গেল, প্রথমে পুলিশ নিরুদ্দেশের এফআইআর নিতে চায়নি, দুইদিন মেয়েটি নিখোঁজ ছিল। তারপর বডি পাওয়ার পর তড়িঘড়ি পোস্টমর্টেম করার পুলিশি প্রয়াস। আমরা এখানেও পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে তদন্ত কে প্রভাবিত করা এবং প্রমান লোপাট, ঠিক যেটা আমরা আরজি করে পেয়েছি। তিনি আরজি করের দোষীদের পাশাপাশি জয়নগরের দোষীদেরও শাস্তির দাবি জানান।
