মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত আরো চার জনের মৃতদেহ ফিরল মালদায়

রাহুল মন্ডল, মালদা, ২৬ আগস্ট’২৩ : মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত আরো চার জনের মৃতদেহ ফিরল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এখান থেকেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহগুলি। জানা যায় শনিবার চারটি অ্যাম্বুলেন্স করে চার জনের দেহ এসে পৌঁছায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট লেবার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান তথা সাংসদ সামিরুল ইসলাম, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজী নূর, জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বিধায়ক আব্দুল রহিম বক্সী সহ প্রশাসনিক আধিকারিকরা।

জানা যায় মৃত চারজনের নাম,অসিম আলি, নুরুল হক, সাইন আক্তার এবং মোজাফফর আলী। উল্লেখ্য গতকাল মালদায় ফিরেছিল ১৮ জনের মৃতদেহ। আজ চারজনের মৃতদেহ ফিরলো। আধিকারিকরা উপস্থিত থেকে স্বর্গ রথে করে বাড়িতে পাঠায়। তবে রেল দপ্তর থেকে কিভাবে গৃহগুলোকে পাঠানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সামিরুল বাবু। তিনি বলেন দেহগুলোকে সেখান থেকে যেভাবে পাঠানো হয়েছে দায় সারা কাজ করা হয়েছে। সারা রাস্তায় রক্ত ঝরতে ঝরতে দুর্গন্ধ বেরিয়ে মালদায় পৌঁছেছে। এরই বিরুদ্ধে রেল মন্ত্রকে লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে জানান তিনি।

The bodies of four more people who died in the bridge accident in Mizoram returned to Malda

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *