বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ ফেব্রুয়ারি’২৪ : পুকুর থেকে রিকশা চালকের দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ালো নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের গৌরীপুর বৈষ্ণবপাড়া এলাকায়। মৃতের নাম হীরা চৌধুরী ( ৭০)। এদিন সকালে বাড়ির কাছাকাছি একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিকশা চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কিভাবে বৃদ্ধ রিকশা চালকের দেহ পুকুরে এল, তা নিয়ে অন্ধকারে মৃতের পরিবার। মৃতের ভাগ্না সনু চৌধুরী জানান, মামা বহুদিন ধরেই রিকশা চালাতেন। রাতের দিকেও রিকশা নিয়ে বেরোতেন। কিন্তু গতকাল রাতে মামা বাড়ি ফেরেনি। এদিন সকালে পুকুর থেকে পুলিশ মামার মৃতদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের ধারণা, মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে পুকুরে পড়ে গিয়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে।
