সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ জুলাই ২০২২ : জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া মোড় সংলগ্ন রহমান হাউসের পাশের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। বুধবার দুপুরে স্থানীয়দের নজরে আসে পুকুরে দেহটি পড়ে আছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও পুরসভার রেসকিউ টিমের সদস্যরা।

স্থানীয়দের দাবি, এ দিন দুপুরে পুকুরের জঙ্গলে পড়ে ছিল দেহটি। মুখ নিচের দিকে জলে ডোবা অবস্থায় ছিল। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন, ভিড় করেন। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। খুন করে পুকুরে ওই ব্যক্তিকে ফেলে দেওয়া হতে পারে বলে অনুমান স্থানীয়দের। স্থানীয়রা মৃতদেহ দেখে পরিচয় জানায় চেষ্টা করছে। এদিকে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা রেসকিউ টিমের প্রধান স্বরূপ মন্ডল বলেন,”পুকুরে একটি মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছাই। মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশকে খবর দেওয়া হয়েছে। নাম পরিচয় জানায় চেষ্টা চলছে।