করলা নদীর উপর তৈরি হচ্ছে সেতু, খুশির জোয়ার মোহিতনগরে

জলপাইগুড়ি : জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। উত্তরমুখী করলা নদীর ওপর তৈরি হচ্ছে একটি ফুট ব্রিজ। আগামী ২১শে জানুয়ারি এই সেতুর শিলান্যাস করবেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর পি. কে. বর্মা।

উত্তরমুখI করলা নদীর ওপর পাড়ে অবস্থিত শতাব্দীপ্রাচীন লোটা দেবী মন্দির। প্রতিদিন বহু দর্শনার্থী এই মন্দিরে পুজো দিতে আসেন। সেতু না থাকায় বর্ষার সময় নদী পার হতে তাঁদের বিপাকে পড়তে হয়। সড়কপথে আসতে হলে ঘুরতে হয় পাঁচ-ছয় কিলোমিটার। সেতুটি তৈরি হলে এই সমস্যা থেকে মুক্তি পাবে দর্শনার্থীরা।

The bridge is being built over the Karla river

এনবিডিডি’র উদ্যোগে সেতুটি নির্মাণে ব্যয় হবে ২ কোটি ৫৭ লক্ষ টাকা। এটি নির্মিত হলে নদী পেরিয়ে মন্দিরে পৌঁছানো সহজ হবে।

লোটা দেবী মন্দির কমিটির সদস্য অরুণ কর বলেন, “সেতুটি তৈরি হলে আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হবে। দর্শনার্থীদের আর সমস্যায় পড়তে হবে না।”

বিধায়ক ডক্টর পি. কে. বর্মা বলেন, “মন্দির কমিটির সদস্যরা সেতু নির্মাণের আবেদন করেছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে আমরা কাজ শুরু করছি। এই উদ্যোগে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *