সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ অক্টোবর : তিরিশ লক্ষ্য টাকা বাজেট। বহিরাগত শিল্পীদের নিয়ে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। খুঁটি পূজার মধ্যে দিয়ে শুরু হলো জলপাইগুড়ি যুব ঐক্যের চতুর্থ বর্ষের শ্যামা পুজোর আয়োজন।

জলপাইগুড়ি শহরের ফনীন্দ্রদেব বিদ্যালয় প্রাঙ্গণে মহাশক্তির আরাধনায় এবারেও যুব ঐক্য। সহযোগিতায় প্রগতি ব্যায়ামাগার । শহরের বিগ বাজেটের কালিপুজোগুলোর মধ্যে অন্যতম হল যুব ঐক্যের পূজো। সোমবার খুঁটিপূজোর মধ্যে দিয়ে মহাশক্তির আরাধনা শুরু হলো। খুঁটি পুজোর উদ্বোধন করেন জেলা তৃণমূল যুব সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী। এবারে তাদের পুজোর বিশেষ আকর্ষণ ‘রানীর বেশে মা’। এবারের কালীপুজো চতুর্থ তম। বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা।
এবারের আয়োজন প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি সৈকত বাবু জানান, গত দুবছর অতিমারী করোনার জন্য তেমন জাঁকজমক ভাবে পুজোর আয়োজন করা যায় নি। তবে এবার যে ভাবে আয়োজন করা হচ্ছে তাতে শুধু জলপাইগুড়ি নয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও দর্শণার্থীরা আসবেন। এবার ২৫ তারিখ থেকে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য অভিনব অনুষ্ঠান শহরবাসীরা উপভোগ করবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে আসবেন অদিতি মুন্সী সহ কলকাতা ও মুম্বাইয়ের নানান নামকরা শিল্পীরা।