জলপাইগুড়ি : টাউন ক্লাব স্টেডিয়ামে অবস্থিত জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পুরোনো ভবন এবার নতুন রূপে। ক্রীড়া সংসদের সদস্য সদস্যারা নিজেদের খেলা বাবদ পাওয়া অনারিয়ামের টাকা জমিয়ে ভবনটির সংস্কার করেছেন। বৃহস্পতিবার এই সংস্কার হওয়া ভবনের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ক্রীড়া সংসদের পতাকা উত্তোলন করা হয়। অতিথিদের খাদা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংসদের সদস্য, স্থানীয় ব্যক্তিত্ব এবং অতিথিরা।

জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক নীলেন্দু কুমার রায় জানান, “আমরা রাজ্য সরকারের কাছ থেকে খেলা বাবদ যে অনারিয়াম পাই, তা জমিয়ে ভবনটির সংস্কার করেছি। আমাদের প্রত্যেক সদস্যের সহযোগিতা ছাড়া এটি সম্ভব ছিল না।”
রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, “জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সদস্যরা মিলে খুব সুন্দর একটি ভবন গড়ে তুলেছেন। এই ভবনের উদ্বোধনে থাকতে পেরে আমি অত্যন্ত খুশি।”

সংস্কার হওয়া ভবনটি বিদ্যালয় ক্রীড়া সংসদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করছেন সদস্যরা। এই উদ্যোগ ক্রীড়া উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করল।