বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৮ মে ২০২২ : সমকামী বান্ধবীর বাড়ি থেকে এক যুবতীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে শনিবার রাতে তীব্র চাঞ্চল্য ছড়ালো নোয়াপাড়া থানার ইছাপুর আনন্দমঠ সি ব্লক এলাকায়। মৃতার নাম শ্যামলী ব্যানার্জী (নাম পরিবর্তিত)। তাঁর বাড়ি টিটাগড় থানার অধীনে। জানা গেছে, দুবছর আগে ফেসবুকের মাধ্যমে শ্যামলীর সঙ্গে ইছাপুরের মামনি দাসের (নাম পরিবর্তিত) পরিচয় হয়। পরবর্তীতে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। মৃতার পরিবারের দাবি, ওদের মধ্যে গভীর প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু ইদানিং মামনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল। কিন্তু মেয়ে বলেছিল, ওকে ছাড়া বাঁচবো না। মৃতার মার অভিযোগ, মেয়েকে বাড়িতে ডেকে হাত-পা, মুখ কাপড় দিয়ে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে মা ও মেয়ে। তবে সমকামী বান্ধবীর বাড়ি থেকে মৃত শ্যামলীর মোবাইল ফোন, ব্যাগ ও সাইকেলের হদিশ মেলেনি। মৃতার পরিবারের দাবি, শ্যামলীর মোবাইলের কললিস্ট ঘেঁটে পুলিশ তদন্ত করলেই রহস্য প্রকাশ্যে এসে পড়বে। রবিবার মৃতার পরিবারের তরফে নোয়াপাড়া থানায় মামনি দাস ও তার বাবা-মার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তে জোর দেওয়া হবে। তবে মামনি ও তার মার দাবি, সকলের অলক্ষে শ্যামলী ঘরে ঢুকে দ্বিতলে গিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বাইরে থেকে আগুন বলে চিৎকার করলে দরজা ভেঙে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
