বিশ্বজিৎ নাথ : জেতা লক্ষ্য নয়। নৈহাটির মানুষকে ঐক্যবদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই দিতে চান। খোলামেলা এমনটাই বললেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার। সোমবার বামফ্রন্টের তরফে নৈহাটি কেন্দ্র প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছে। নৈহাটির গরিফা খাঁ পাড়ার বাসিন্দা দেবজ্যোতি মজুমদার বলেন, ২৮ বছর ধরে বন্ধ গৌরীপুর জুটমিল। মিলটা না খোলায় গরিফা-গৌরীপুর অঞ্চলের অর্থনৈতিক কাঠামো পুরো ভেঙে পড়েছে। তাঁর অভিযোগ, মিড ডে মিলের মহিলা কর্মীরা ১২ মাস কাজ করে ১০ মাস ভাতা পান, তাও আবার সামান্য ভাতা। আশা কর্মীরাও অত্যন্ত কম বেতন পান। এইসব অবিচারের বিরুদ্ধে তাঁর লড়াই।
