“মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, ওনার জেল হওয়া উচিত” – এসএসসি মামলায় তোপ অর্জুন সিংয়ের

হালিশহর: রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এসএসসি দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হওয়া উচিত, এমনই দাবি করলেন তিনি। সোমবার হালিশহর নগর রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২৬ হাজার চাকরি বাতিল হয়ে গেল, আর মুখ্যমন্ত্রী এখন ভলান্টিয়ার করার পরামর্শ দিচ্ছেন! ওনার মাথা খারাপ হয়ে গেছে।”

প্রাক্তন সাংসদের কটাক্ষ, সুপ্রিম কোর্ট বারবার যোগ্য ও অযোগ্যদের তালিকা চাইলেও মুখ্যমন্ত্রী তা দিতে পারেননি। বরং এখন তিনি উল্টে আদালতের কাছেই তালিকা চাইছেন। অর্জুনের অভিযোগ, চাকরি চুরির মূল নেপথ্যে মুখ্যমন্ত্রী নিজেই জড়িত, এবং তাই তাঁর জেল হওয়া উচিত।

উল্লেখ্য, এদিনের শোভাযাত্রা হালিশহর স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বলদেঘাটা মোড়ে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, আরএসএস সদস্য মদন বিশ্বাস, প্রিয়াঙ্গু পান্ডে সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *