বিশ্বজিৎ নাথ : দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত বিতর্ক। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “মুখ্যমন্ত্রী নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
উল্লেখ্য, দুর্গাপুরের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মেয়েটি কেন রাতে বাইরে বেরিয়েছিল?” — এই মন্তব্যকে ঘিরেই সমালোচনার ঝড় ওঠে। তারই প্রতিক্রিয়ায় অর্জুন সিং বলেন, “উনি বাংলার মায়েদের, মেয়েদের রাতে বাইরে বেরোতে নিষেধ করছেন। অথচ উনি নিজেই একজন মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন — সেখানেও তো কিছু ঘটতে পারে। যদি সত্যিই ভয় থাকে, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করুন, উনাকে যেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়।”

তিনি আরও যোগ করেন, “কারণ, বাংলার পুলিশের উপর মুখ্যমন্ত্রীর নিজেরই ভরসা নেই। যদি থাকত, তাহলে এমন মন্তব্য করতেন না।”
অর্জুন সিংয়ের এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন তরঙ্গ। তৃণমূল শিবিরের এক মুখপাত্র বলেন, “মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য নোংরা রাজনীতি ছাড়া কিছু নয়। রাজ্যের উন্নয়নকে ঢাকতেই বিজেপি এইসব মন্তব্য করছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্য যেমন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এনেছে, তেমনই অর্জুন সিংয়ের এই কটাক্ষ আরও একবার রাজ্য রাজনীতির সংঘাতকে তীব্রতর করল।