সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারি’২৪ : বসন্ত কালে কুয়াশা, জলপাইগুড়িতে শীতের আমেজ অব্যাহত। বেশ কয়েকদিন থেকেই ভোর রাত থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে তিস্তা পাড়ের জনপদ! বুধবার সকালেও সেই একই দৃশ্যের সাক্ষী রইলো জলপাইগুড়িবাসী!

সকাল আটটা বেজে গেলেও তিস্তা নদীর পাড়ে উকি দেয়নি সূর্যদেব। তবে আবহাওয়ার এই খামখেয়ালী পনার মজা নিচ্ছেন প্রাত: ভ্রমনকারি থেকে জলপাইগুড়ির আমজনতা।

এই প্রসঙ্গে শহরের বাসিন্দা ইন্দ্র ভূষণ সাহা বলেন, গত চার পাঁচ বছরে আবহাওয়ার এমন খেলা দেখিনি, সরস্বতী পুজোর পরেও এমন কুয়াশা অবাক লাগছে তবে উপভোগ করছি বেশ।