নৈহাটির মাদারপুরে আক্রান্ত বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক

বিশ্বজিৎ নাথ, কলকাতা : নির্বাচনের আগে থেকেই পার্থ ভৌমিক গুন্ডারাজ খতমের প্রতিশ্রুতি দিচ্ছেন। ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিক জিতে সাংসদ হয়েছেন। অথচ ব্যারাকপুরে অশান্তি অব্যাহত। মঙ্গলবার বিকেলে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর সংসদের মাদারপুর মন্ডলপাড়ায় আক্রান্ত হলেন বিজেপি কর্মী সাধন ঘোষ ।

মাদারপুর আদিবাসী পাড়ায় পেশায় টোটো চালক সাধন ঘোষের ওপর আক্রমণ করার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত সদস্যা করবী বিশ্বাস ও তার স্বামী দিলীপ বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ, রড , বাঁশ, লাঠি দিয়ে ওই বিজেপি কর্মীর মারধোর করা হয়েছে।

The condition of the injured BJP worker in Naihati's Madarpur is critical

আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর এইমসে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি কর্মী। পাল্টা মারধোরের অভিযোগ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা করবী বিশ্বাসও। পঞ্চায়েত সদস্যার স্বামীও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। দু’পক্ষই নৈহাটির শিবদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে শিবদাসপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *