সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই ২০২২ : রাজ্যের তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত এই সরকারের পদত্যাগের দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস। পদত্যাগ না করলে রাজ্যের গণতন্ত্র বাঁচাতে তৃণমূল সরকারকে নবান্ন থেকে টেনে নামানোর হুমকি দিল কংগ্রেসের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রাক্তন জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার।
শিক্ষায় দুর্নীতি, শিক্ষক নিয়োগে ঘুষ, জালিয়াতি ও প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ মহিলার ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা, সোনা, বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে কেন্দ্র সরকারের তদন্তকারী দল ইডি। এই ঘটনায় ধিক্কার জানিয়ে তৃণমূল সরকারের পদত্যাগের দাবি তুলে আন্দোলন শুরু করল টাউন ব্লক কংগ্রেস। শনিবার শহরে মিছিল করে ডিবিসি রোডে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা কর্মীরা।
টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুনসি বলেন, “এই তৃণমূল সরকারের পদত্যাগ চাই। পদত্যাগ না করলে আমরা জাতীয় কংগ্রেস এই সরকারকে নবান্ন থেকে টেনে নামাব গণতন্ত্র বাচাতে।”