রেলের অনুমোদন না মেলায় এক রাস্তার কাজ অন্য রাস্তায় করাতে বাধ্য হলেন কাউন্সিলর

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ নভেম্বর’২৩ : রেলের অনুমোদন না মেলায় এক রাস্তার কাজ অন্য রাস্তায় করাতে বাধ্য হলেন কাউন্সিলর। রাজ্যসভার কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সাংসদ তহবিল থেকে প্রায় সাড়ে আট লক্ষ টাকা দিয়ে জলপাইগুড়ি পুরসভার ২০ নং ওয়ার্ডের পাঁচ নম্বর ঘুমটি থেকে কালো ডোবা মন্দির পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে।

ইতিমধ্যেই প্রায় ৩৫০ মিটার রাস্তাটি নতুন ভাবে তৈরি হচ্ছে। আর এখন চলছে পিচ দিয়ে ঢালাইয়ের কাজ। আশা করা যাচ্ছে আজই পুরো রাস্তার কাজ শেষ হয়ে যাবে।

The councilor was forced to carry out the work of one road on another road due to non-approval of the railways

এই বিষয়ে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেব বলেন, এই রাস্তাটি আগে পাঁচ নম্বর রেল ঘুমটি সংলগ্ন এলাকার জন্যই অনুমোদন দিয়েছিলেন রাজ্যসভার কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য। কিন্তু সেই রাস্তা তৈরি করার জন্য রেল কোন অনুমোদন না দেওয়ার জন্য পাঁচ নম্বর ঘুমটি থেকে কালো ডোবা মন্দির পর্যন্ত রাস্তাটি নতুন ভাবে তৈরি করা হচ্ছে রাজ্য সভার সাংসদ তহবিল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *