বিশ্বজিৎ নাথ : চলতি বছরের ৪ অক্টোবর সকালে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অফিস কাম বাড়ি মজদূর ভবনে হামলার ঘটনা ঘটেছিল। প্রাক্তন সাংসদের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছিল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রসঙ্গত, হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সি। সেই ঘটনায় রাজ্য সরকারের কাছে আদালত জানতে চেয়েছে সিসিটিভির ফুটেজ-সহ সমস্ত নথিপত্র এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে কিনা।

যদিও এই মামলার পরবর্তী শুনানি হবে পুজোর ছুটির পর। তাঁর বাড়িতে হামলার ঘটনা নিয়ে মঙ্গলবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলায় রাজ্য পুলিশ স্পন্সরড ক্রাইম চলছে। তাছাড়া বাংলায় এক অদ্ভুত শাসন চলছে। রাজ্য সরকার ঠিক করে দেবে কি ধারা লাগাতে হবে। তাঁর বাড়িতে হামলার ঘটনার তদন্ত যাতে বড় এজেন্সির হাতে না যায়, সেই চেষ্টা চলছে। প্রাক্তন সাংসদ আরও বলেন, তিনি হামলার ঘটনায় এনআইএ তদন্তের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। সিসিটিভির ফুটেজ-সহ সমস্ত নথি রাজ্য সরকার এনআইএ-কে দিয়েছে কিনা, আদালত তা জানতে চেয়েছে।