বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৯ এপ্রিল’২৪ : ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ি চারপাশে ৮২টি সিসি ক্যামেরা বসিয়ে প্রশাসনের বিরুদ্ধে নজরদারির অভিযোগ উঠেছে। এই মর্মে গত ৩ এপ্রিল বিজেপি প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের মামলা দায়ের করেন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে সেই মামলার শুনানি হয়। কোন কোন ক্যামেরা অসুবিধা করছে তা নিয়ে আদালত সিআইএসএফের কাছে রিপোর্ট তলব করেছে। এদিন বিকেলে গারুলিয়া পুরসভার কাছে শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, বিচারক সিআইএসএফের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কোন কোন ক্যামেরা অসুবিধা করছে। সিআইএসএফ রিপোর্ট জমা দিলেই আদালত অর্ডার ইস্যু করবে। প্রসঙ্গত, সোমবার রাতে সন্দেশখালিতে শীতুলিয়া পুলিশ ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। এই হামলা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, শেখ শাহজাহান, শিবু হাজরাদের জিম্মায় থাকা সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় অনেকে খুব মজা পাচ্ছিলেন।
এবার তো সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর পুলিশই আক্রান্ত। এখন কারা মজা করবে। প্রসঙ্গত, সোমবার রাতে টিটাগড়ে এক দলীয় সভায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেছেন, গত পাঁচ বছর ব্যারাকপুরে কিছুই হয়নি। শুধু গুন্ডাগিরি হয়েছে। এর জবাবে এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত। পার্থ ভৌমিকেরও পদত্যাগ করা উচিত। কারন, ওই তো এতদিন ব্যারাকপুর চালিয়েছে। এদিন ভোট প্রচারে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং, গারুলিয়ার মন্ডল সভাপতি সুদীপ ব্যানার্জি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।