বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৫ জানুয়ারি’২৪ : চলতি মাসের ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে ভাটপাড়া সবুজ সংঘের মাঠে ‘ভাটপাড়া উৎসব’। উৎসবের অন্তিম লগ্নে ঘটে গেল অঘটন। বৃহস্পতিবার সন্ধেয় নাচের অনুষ্ঠান চলাকালীন মঞ্চে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল উদীয়মান এক নৃত্য শিল্পীর। কল্যাণীর বাসিন্দা নৃত্য শিল্পীর নাম সজল বারুই ( ২২)।

জানা গিয়েছে, হালিশহরের একটি নাচের দলের শিল্পী মৃত ওই যুবক। অভিযোগ, বৈদ্যুতিক শক খেয়ে সজল নামে ওই যুবক মঞ্চ থেকে নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ ওই যুবককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এদিকে সজলের মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই নাচের দলের শিল্পী ও তাদের অভিভাবকরা। উৎসব কমিটির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন নাচের টিমের সদস্যরা।

অভিযোগ, মঞ্চে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সটান নিচে পড়ে যায় ওই নৃত্য শিল্পী। এমনকি ওর হাতে নাকি ইলেকট্রিকের তার পেঁচিয়ে যায়। যদিও ঘটনা নিয়ে উৎসব কমিটির সভাপতি তথা ভাটপাড়া পুরসভার সিআইসি অমিত গুপ্তার বক্তব্য, মঞ্চ থেকে নামতে গিয়ে সজল বারুই নামে এক যুবক নিচে পড়ে যান। স্বেচ্ছাসেবকরা ওকে চিকিৎসার জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর অভিযোগ নিয়ে অমিত গুপ্তার প্রতিক্রিয়া, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে কিনা এখনই বলা সম্ভব নয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই ওর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।